শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
কোকো-৪ লঞ্চ ডুবিতে মালিকের দায় এড়ানোর সুযোগ নেই : শাওন
আব্দুর রহমান নোমান, ভোলা দক্ষিণ
প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:৪০ PM
মালিকপক্ষের অবহেলা ও অতিরিক্ত যাত্রীবহনের কারণে ২০০৯ সালে কোকা-৪ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার (২৭ নভেম্বর) দুপুরে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে কোকো ট্রাজেডির ১৩ বছর উপলক্ষে মামলার রায় বাস্তবায়ন ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 

এসময় এমপি শাওন বলেন, ঈদ উল আযহার আগের রাতে লালমোহনে ঘাটেই এ লঞ্চ ডুবিতে ৮১ জনের প্রাণহানী হয়। দুর্ঘটনার ১৩ বছরেও নিহতদের পরিবার কোন ক্ষতিপূরণ পায়নি এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। এ ঘটনায় কোকো-৪ লঞ্চ মালিকের দায় এড়ানোর সুযোগ নেই। তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে। লঞ্চডুবির এ ঘটনার পর তখন এমপি না হয়েও তাৎক্ষণিক ঢাকা থেকে ছুটে এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন এবং স্বজনহারাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন বর্তমান সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, আনোয়ারুল ইসলাম রিপন, আবুল কাশেম মিয়া, শাহজামাল দুলাল, সাংবাদিক এসবি মিলন, আনোয়ার রাব্বি প্রমুখ।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত