এবারের বিশ্বকাপে ব্রাজিল এখন পর্যন্ত মোটে দুই ম্যাচ খেলেছে। তবে এর মধ্যেই ইনজুরিতে পড়ে হাসপাতালে নেইমার। সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে চোটে পড়েছেন তারকা এই ফুটবলার। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানানো হয়, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না নেইমার। তবে গ্রুপপর্বের শেষে নকআউট ম্যাচে থাকবেন তিনি। কিন্তু এখন বিপদ আরও ঘণীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে, শুধু গ্রুপ পর্বই নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন পিএসজির এ তারকা।
শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়। এই ম্যাচের আগেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে নেমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, ক্যামেরুন ম্যাচে তো বটেই, নেমার এই বিশ্বকাপের আর কোনও ম্যাচেই অংশ নিতে পারবেন না। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকার লিগামেন্টে বড়সড় সমস্যা হয়েছে।
বাবু/এসআর