বরগুনার আমতলীতে ১ কেজি মাদক (গাজা) সহ মোঃ শামীম মোল্লা নামে একজনকে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের মহিষকাটা ও কেওয়াবুনিয়ার মাঝামাঝি রায়বালা এলাকার আলী হোসেন মাস্টার বাড়ির পাশে রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কথিত মাদক কারবারি মোঃ শামীম মোল্লাকে মাদক (গাঁজা) বিক্রয় এর জন্য আলী হোসেন মাস্টার এর বাড়ির সামনে অবস্থান করলে। আমতলী থানার এস আই দাদন মিয়া ও তার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ শামীম মোল্লাকে ১ কেজি গাজা সহ গ্রেফতার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ৷ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শামীম মোল্লাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
-বাবু/এ.এস