সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন রিফাত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:৩৭ PM

আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নের আওয়ামীলীগ পরিবারের কৃতি সন্তান আব্দুস সাওার হাওলাদারের সুযোগ্য বড় পুত্র ছাত্র রাজনীতিতে শীর্ষ পদে থেকে ছাত্রদের জন্য লড়াই করে যাচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের রমনা থানার সহ-সভাপতি হলেন মনজুরুল ইসলাম (রিফাত)। রমনা থানা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। ৯৩ সদস্য বিশিষ্ট এ  কমিটির অনুমোদন দেয়।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর ) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি মো.মেহেদী হাসান  এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নিজ এলাকায় বরগুনা জেলার আমতলী উপজেলার ছাত্রলীগের  সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা  ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয়ার পরে ছাত্রলীগের নতুন অভিভাবক পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নতুন সভাপতি -সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন সবাই। 
নবাগত সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা মনজুরুল ইসলাম (রিফাত) বলেন, বৃহত্তর রমনা মডেল থানা ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মূল্যায়ন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রমনা-হাতিরঝিল-তেজগাঁও থানার একমাত্র  রাজনৈতিক অভিভাবক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি কে ও রমনা মডেল থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি গাজী কামরুল ইসলাম ভাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে সবসময় বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে কাজ করে যাবো।  ছাত্রলীগ আরও এগিয়ে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বাস্তবায়নের পথ সুগম হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত