ঘানার বিপক্ষে জিতেও শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে পারেনি উরুগুয়ে। গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের বিপক্ষে দক্ষিণ কোরিয়া জেতায়, পয়েন্টসংখ্যা সমান হওয়া সত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আসর থেকে ছিটকে যায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আল জানুব স্টেডিয়ামে শুক্রবার (০২ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। দলের হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়ান ডি অ্যারাসকায়েতা। কিন্তু গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারানোয় সুয়ারেজদের এ জয় কোনো কাজেই আসেনি।
জিতলেই গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলোতে পাড়ি দিত ঘানা। তবে তাদের হারালে সুযোগ আসতো উরুগুয়ের সামনে। সেক্ষেত্রে সুয়ারেজদের প্রার্থনা করতে হতো যেন পর্তুগালের বিপক্ষে কোনোভাবেই না জেতে দক্ষিণ কোরিয়া। তবে সন হিউং-মিনরা জিতলে উরুগুয়ানদের জিততো হতো বড় ব্যবধানে।
সমীকরণ অনুযায়ী যত ব্যবধানে দক্ষিণ কোরিয়া জিতবে তার চেয়ে ২ গোল বেশি ব্যবধানে জিততে হবে উরুগুয়েকে। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধানটা ১ গোলের বেশি রাখতে না পারায় ছিটকে যায় নুনেজরা।
‘এইচ’ গ্রুপর টেবিলে দুদলেরই পয়েন্ট এবং গোল ব্যবধান সমান ছিল। কিন্তু ফিফার নিয়মানুযায়ী গোল সংখ্যায় এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে সনরা। প্রতিপক্ষের জালে কোরিয়ার জড়ানো ৪ গোলের বিপরীতে উরুগুয়ে জড়িয়েছে মাত্র ২টি গোল।
এর আগে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সুয়ারেজরা। তখন গ্রুপের অন্য ম্যাচে এডুকেশন স্টেডিয়ামে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার ফলাফল ছিল ১-১। তখন পর্যন্ত শেষ ষোলোর পথেই ছিল উরুগুয়ে।
বিরতির পর আক্রমণে আধিপত্য বাড়ানোর বদলে অভিজ্ঞ সুয়ারেজকে তুলে নেন উরুগুয়ান কোচ। তুলে নেন দলের তারকা ডারউইন নুনেজকেও। তাদের বদলি নামা এডিসন কাভানি ও গোমেজ গঞ্জালেজরা ফলাফলে আর কোনো পরিবর্তন আনতে পারেননি। এ নিয়ে কোচের সঙ্গে ম্যাচশেষে তাই খানিকটা রাগারাগিও করেন সুয়ারেজ।
বিরতির পর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল উরুগুয়ে। তবে ঘানার গোলরক্ষক আটি-জিগি বার বারই তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান। অতিরিক্ত মিনিটে অপর ম্যাচে যখন কোরিয়া এগিয়ে যায় তখনই মাঠে বসে কান্না শুরু করে দেন সুয়ারেজ। ৮৯ মিনিটে অবশ্য কাভানির হেডটি জালভেদ করতে পারলে, ডাগআউটের দৃশ্যটা অন্যরকম হতে পারতো। যোগ করা সময়ে দুবার উরুগুয়ানদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে কান্না উপহার দেন ঘানার গোলরক্ষক।
‘এইচ’ গ্রুপ থেকে টানা দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল।
-বাবু/এ.এস