টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎপিষ্ট হয়ে রাফিজুল ইসলাম (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পেচারআটা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক ফজলুল হক।
উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের নেওয়াজ আলীর ছেলে রাফিজুল ইসলাম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে পেচারআটা বাজারে রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতের নিউটাল তারের সাথে হাত লেগে বিদ্যুৎপিষ্ট হন। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-বাবু/এ.এস