ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৭। এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। দীপক চাহারের বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়েছেন তিনি।
শান্তর বিদায়ের পর উইকেটে এসেছেন এনামুল হক বিজয়। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২ ওভারে ১ উইকেটে ৭ রান। বিজয় ৭ ও লিটন দাস শূন্য রানে ব্যাট করছেন। এর আগে, টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টিম ইন্ডিয়া গুটিয়ে যায় মাত্র ১৮৬ রানে। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ২৭ রান। এছাড়া শ্রেয়াস আয়ার ২৪ ও ওয়াশিংটন সুন্দর ১৯ রান করেন।
তারকা ব্যাটার বিরাট কোহলি করতে পেলেছেন মাত্র ৯ রান। সাকিব ৩৬ রানে পাঁচটি উইকেট নিয়েছেন। কম যাননি পেসার এবাদত হোসেন, ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি।
-বাবু/জেএম