গাজীপুরের শ্রীপুরে জাতীয় বস্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে র্যালী শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। রবিবার (৪ ডিসেম্বর) শ্রীপুরের সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিট এসব কর্মসূচী পালন করে।
শ্রীপুরের সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিটের মিলনায়তনে প্রতিষ্ঠানের তত্তাবধায়ক শারমিন খাতুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বস্ত্র দিবসের আলোচনায় বক্তব্য রাখেন প্রশিক্ষক ফজলে রাব্বি পরাগ। অণ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র প্রশিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক অরিফুর রহমান, মোহাম্মদ শাহজাহান, অঞ্জনা রানী বিশ্বাস এবং ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীবৃন্দ।
-বাবু/এ.এস