শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:৪৯ PM

যুক্তরাজ্যের লুটনে রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজা চার্লস বেড়াতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

নতুন চালু হওয়া একটি পরিবহন ব্যবস্থায় চড়ার জন্য মঙ্গলবার লুটনে গিয়েছিলেন চার্লস। টাউন হলের বাইরে ডিম নিক্ষেপের পরপরই রাজা চার্লসের নিরাপত্তা দল অভিযুক্তকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে নেয়। এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর রাজা আবারও জনতার সঙ্গে করমর্দন শুরু করেন।

রাজা চার্লসের ওপরে ডিম নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। এক মাস আগে রাজা চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা একটি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তাদের  ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

গার্ডিয়ান বলছে, ব্রিটিশ রাজপরিবার আগেও এই ধরনের হামলা বা ‘ডিম প্রতিবাদের’ সম্মুখীন হয়েছে। ২০০২ সালে তৎকালীন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ নটিংহাম সফরের সময় তার রাজকীয় গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল। এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ বিরোধী বিক্ষোভকারীরা এখনকার রাজা চার্লসের দিকে ডিম নিক্ষেপ করেছিল। সেসময় তিনি ডাবলিনের একটি এলাকায় হাঁটছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত