শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নয়াপল্টনের ঘটনায় আরও ২ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৩:৫৪ PM
রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মতিঝিল ও শাহজাহানপুর থানায় এসব মামলা করা হয়েছে। এ নিয়ে মোট তিনটি মামলা করা হলো।

মতিঝিল থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় আসামি করা হয়েছে বিএনপির ২৮ নেতাকর্মীকে। ওই মামলায় ২০ জন গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মতিঝিল থানার পরিদর্শক (ওসি তদন্ত) এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে নাশকতার অভিযোগ এনে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত