মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
গোল্ডেন বুট কার, এমবাপ্পে নাকি মেসির?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৮:২৯ PM
কাতার বিশ্বকাপের বাকি আছে মাত্র চারটি খেলা। শিরোপা জয়ের দৌড়েও টিকে আছে চারটি দেশ। আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো আর ক্রোয়েশিয়া। বিশ্বকাপের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল বোদ্ধারা আর্জেন্টিনা আর ফ্রান্সকেই এগিয়ে রাখছেন। তবুও অঘটনের বিশ্বকাপে ক্রোয়েশিয়া আর মরক্কোকে পিছিয়ে রাখার উপায় নেই।

শিরোপা জয়ের লড়াইয়ের সাথে সাথে এগিয়ে চলছে সেরা গোলদাতা বা গোল্ডেন বুট জয়ের লড়াইটাও। এই লড়াইয়ে সবার ওপরে আছে কিলিয়ান এমবাপ্পের নাম। তিনি ৫ ম্যাচে ৫ গোলের সাথে দুই গোলে সহয়তা করেছেন। এরপরে আছে লিওনেল মেসির নাম। পাঁচ ম্যাচে মেসির গোল চার, অ্যাসিস্টে তিনি এমবাপ্পের সমান।

এরপরেই আছে এমবাপ্পের সতীর্থ অলিভার জিরুর নাম। ৪ ম্যাচে ৪ গোল করেছেন তিনি, তবে কোনো গোলে সহায়তা করেননি এই ফরাসি। পর্তুগালের গনসালো রামোসসহ মোট ৭ জন তিন গোল করে তালিকায় আছেন। যদিও তাদের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা খুব একটা নেই।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত