বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রাজশাহীতে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৬
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৩৯ PM
রাজশাহীর শাহমখদুম থানার জামায়াতের নায়েবে আমির হাফিজুর রহমানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানার আশপাশের এলাকায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত বাকি পাঁচজনের নাম-পরিচয় হয়নি। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপশহর নিউমার্কেট এলাকার ড্রীম ফার্মেসির সামনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দলটির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারি সম্পত্তি ধ্বংস করার লক্ষ্যে প্রকাশ্যে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছামাত্র তারা এদিক-ওদিক ছুটতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে বাঁশের লাঠি ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও আহাদ আলী আহত হয়। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করে।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এই ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টার দিকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের মুক্তির দাবিতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত