মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর ঢাকা কলেজ। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বর্ণিল আলোয় ঝলমল করে ওঠে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, সড়ক ও বিভিন্ন চত্বর। লাল সবুজের আলোকচ্ছটায় মহান স্বাধীনতার ৫১ বছর উদযাপনের মাধ্যমে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতেই আলোকসজ্জা করা হয়েছে ক্যাম্পাসজুড়ে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয় দিবসে শহীদদের স্মরণে প্রধান ফটক সাজানো হয়েছে লাল-সবুজের আলোয়। প্রশাসনিক ভবনে ও একাডেমিক ভবনে দেওয়া হয়েছে লাল, সবুজ, নীল আর সাদা বাতি। প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন এবং মূল ভবনের সামনে থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত রাস্তার দুই পাশেও করা হয়েছে আলোকসজ্জা। বাদ পড়েনি বিজয় চত্বর, স্বাধীনতা চত্বর ও শহীদ মিনার চত্বরও। বর্ণিল এই আলোকসজ্জা উপভোগ করতে ঘুরে বেড়াতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের।
কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুনতাসির বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে যে আলোকসজ্জা করা হয়েছে তা বেশ মনোমুগ্ধকর ও উপভোগ্য। তবে দেশের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য আয়োজন থাকলে আরও ভালো লাগত।
বাবু/জেএম