বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
ফাইনালের মঞ্চে উত্তাপ ছড়ালেন নোরা ফাতেহি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮:৪৮ PM
অবশেষে কাতারের বিশ্বকাপে পারফর্ম করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করার গুঞ্জন ছিল নোরার। কিন্তু শেষমেষ গুঞ্জন গুঞ্জনই থেকে গেলে অনেকেই ভেবে নেন, কাতারের সংস্কৃতির কারণেই হয়তো তাকে আনা হয়নি বিশ্বমঞ্চে। তবে সেসব শঙ্কা দূর হয়ে গেল ফাইনালের আগে রোববার সমাপনী অনুষ্ঠানে তাকে মঞ্চে দেখে।

আজ বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানটা হয়েছে খুব অল্প সময়ের জন্য। তবে ১৫ মিনিটের সে আয়োজন ভালোভাবেই বিনোদিত করতে পেরেছে ভক্তদের। বিশ্ব আসরের মঞ্চ মাতিয়ে মার্কিন গায়ক ডেভিডো ও কাতারের গায়িকা আইশা গেয়েছেন বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’।

এরপর বালকিস, রহমা রিয়াদ ও মানালের সঙ্গে মঞ্চে নেচেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নেচেছেন তারা। কালো রঙের পোশাকে একেবারে আরব সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন বলিউডের ডান্স কুইন।

কিলিয়ান এমবাপে-অলিভিয়ার জিরুডদের ফাইনালের লড়াই দেখতে কাতারে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সমাপনী অনুষ্ঠানেও আজ উপস্থিত ছিলেন তিনি। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত