রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
৩৬ পেরিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ে তৃতীয়স্থানে আর্জেন্টিনা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:৪৪ PM আপডেট: ১৯.১২.২০২২ ৮:১৮ PM
কাতার বিশ্বকাপের ফাইনালে ৩৬ বছর পর বন্ধ্যাত্ব কাটিয়ে শিরোপা জয়ে তৃতীয় স্থান দখল করেছে দক্ষিণ আমেরিকার  একটি দেশ আর্জেন্টিনা। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে মাঠে নামে ফ্রান্স ও আর্জেন্টিনা দু'দল। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন ১০ নম্বরে থাকা খেলোয়াড় লিওনেল মেসি। এরপর ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনার লিড বাড়িয়ে দেন ডি মারিয়া। এরপর আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ফ্রান্স ও আর্জেন্টিনা। 

শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরায় কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচটি। অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দু'দল। তবে অতিরিক্ত সময়ের বিরতি থেকে ফিরেই মেসির গোলে লিড পায় আর্জেন্টিনা। এরপর পেনাল্টি থেকে গোল করে আবারও ফ্রান্সকে সমতায় ফেরায় এমবাপ্পে। এরপর ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচটি। ট্রাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জয় করে তৃতীয় সারির ফুটবল দল আর্জেন্টিনা।

কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

৫৬ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
বিশ্বকাপের ইতিহাসে প্রথম  ফুটবলার হিসেবে ফাইনালে করলেন হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকেই কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতে নিলেন এমবাপ্পে । গতকাল প্রায় ছিটকে যাওয়া ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন কিলিয়ান এমবাপ্পে। শুধু কী তাই, বিশ্বকাপের ফাইনালে করেছেন হ্যাটট্রিকও। কিন্তু তার সেই কৃতিত্ব শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে ট্রফি জিততে না পেরে। ট্রফি জিততে পারেননি সত্যি, কিন্তু বিরল এক রেকর্ডবুকে নিজের নাম তুলে ফেলেছেন এমবাপ্পে। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর, এই প্রথম কোনো বিশ্বকাপ ফাইনালে গোলের হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকের দাবিদার কিলিয়ান এমবাপ্পে। ৬৬-তে ইংল্যান্ডের জিওফ হার্স্টের এই রেকর্ড ছিল। ৫৬ বছরে কেউ ভাগ বসাতে পারেনি সেই রেকর্ড। এমবাপ্পে পারলেন। সেকেন্ড হাফেও পিছিয়ে ছিল ফ্রান্স। সেখান থেকে এমবাপ্পে জোড়া গোলে ম্যাচে সমতা ফেরে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল এমবাপের। আর্জেন্টিনা-ফ্রান্সের স্কোরবোর্ড তখন ৩-৩। ফ্রান্সের তিনটি গোলেরই ক্রেডিট এমবাপ্পে।  

বিশ্বকাপে শিরোপা জয়ে এগিয়ে যেসব দেশ 
বিশ্বকাপের পরিসংখ্যানে দেখাগেছে, বিশ্বকাপ শিরোপা জয়ে প্রথম স্থান দখল করে আছে-  ব্রাজিল, ৫ বার : ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সাল। 

বিশ্বকাপ শিরোপা জয়ে দ্বিতীয় স্থানে রয়েছে- ১. জার্মানি, ৪ বার : ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সাল। ২. ইতালি, ৪ বার : ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬ সাল। 

বিশ্বকাপ শিরোপা জয়ে তৃতীয় স্থানে- আর্জেন্টিনা, ৩ বার : ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সাল। এবং বিশ্বকাপ শিরোপা জয়ে চর্তুথ স্থানে রয়েছে- ১. ফ্রান্স, ২ বার : ১৯৯৮, ২০১৮ সাল। ২. উরুগুয়ে, ২ বার : ১৯৩০, ১৯৫০ সাল। ৩. ৪. ইংল্যান্ড, ১ বার : ১৯৬৬ সাল। ৫. স্পেন : ১ বার : ২০১০ সাল। 

গত ২০ বছরে বিশ্বকাপ নিয়েছে যারা, ১. ব্রাজিল ২০০২, ২. ইতালি ২০০৬, ৩. স্পেন ২০১০, জার্মানি ২০১৪, ৪. ফ্রান্স ২০১৮ ও আর্জেন্টিনা ২০২২।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা 
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল কার? - প্রশ্নের উত্তর বেশিরভাগ মানুষেরই জানা থাকার কথা।বিশ্বকাপের শীর্ষ ৫ গোলদাতা : ১. মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) -১৬ গোল, ২. রোনালদো নাজারিও (ব্রাজিল) -১৫ গোল, ৩. গার্ড মুলার (পশ্চিম জার্মানি) -১৪ গোল, ৪. ফন্তেইন (ফ্রান্স)  -১৩ গোল, ৫. পেলে (ব্রাজিল) -১২ গোল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত