শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
চিকিৎসা সেবায় বিশেষ অবদানে পুরস্কার পেলেন বিএসএমএমইউ ভিসি
কামাল হোসেন
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:২১ PM
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিএসএমএমইউর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিসিআরএ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এছাড়াও সংগীতে অবদানের জন্য শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও মঞ্চ-টিভিতে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে আজীবন সম্মাননাসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অর্ধশতাধিক নির্বাচিতদের হাতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিসিআরএ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে পুরস্কারের মাধ্যমে অনুপ্রেরণা দিলেন। এর মাধ্যমে পুরস্কারে ভূষিত ব্যক্তিদের সমাজে আরও অবদান রাখার সুযোগ তৈরি হলো।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত