ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কোনাখোলা এলাকায় শরিফ ফুডকোর্ডে বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরাফাতুর রহমানের পরিচালনায়।
কেরানীগঞ্জে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসময় ডা. হাবিবুর রহমানকে সভাপতি ও মো. আবু রায়হানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন ডা.রফিকুল ইসলাম, এম এ গফুর, এইচ এম আবু আলম ও তৈয়ব হোসেন। অন্যান্য পদে নির্বাচিত হয়েছে সহ সভাপতি এম এ হেলাল ও সাইদুল ইসলাম। যুগ্ম সম্পাদক ডা. দেলোয়ার হোসেন।অর্থ সম্পাদক মো.মহসীন মিয়া। নির্বাহী সদস্য হলেন মো. সোলাইমান জামান, আব্দুর রকিব মোল্লা ও নজিবুর বাসার। আগামী তিন বছর মেয়াদি কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন দায়ীত্ব পালন করবেন।
বাবু/জেএম