মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
এক যুগ পর আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছেন লুলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১২:৫৬ AM

এক যুগেরও বেশি সময় পর ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইস ইনেসিও লুলা দ্য সিলভা, যিনি ব্রাজিলের জনগণের কাছে সাধারণভাবে ‘লুলা’ নামে পরিচিত। ৭৭ বছর বয়সী এই ঝানু বামপন্থী নেতা রোববার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণ করছেন।


লুলা দ্য সিলভার অভিষেক বা ক্ষমতাগ্রহণ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এ দিন জড়ো হয়েছেন রাজধানী ব্রাসিলিয়ায়। অভিষেক অনুষ্ঠানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন লুলা। পরে ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।


কিন্তু ২০১০ সালে গলনালীতে টিউমার শনাক্ত হওয়ার পর ২০১১ সালের ১ জানুয়ারি রাজনীতি থেকে সাময়িক অবসর নেন তিনি, যথাযথ চিকিৎসাগ্রহণের পর সুস্থও হন।  তারপর ২০১৮ সালের নির্বাচনে ফের প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে সেবার ডানপন্থী জইর বলসোনারোর কাছে হেরে যান তিনি।


২০২২ সালের অক্টোবরে জইর বলসোনেরোকে পরাজিত করে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন দেশটির বর্ষীয়ান বামপন্থী এই নেতা।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত