বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শিশুরা অনেক উচ্ছ্বাস করে নতুন বছরের বই গ্রহণ করেছে : জেলা প্রশাসক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১:০২ AM
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, শিশুরা অনেক উচ্ছ্বাস করে এবং আগ্রহ করে নতুন বছরের বই গ্রহণ করেছে৷ তিনি বলেন, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এইটা আমাদের অনুপ্রেরণা করেছে৷

রোববার (১ জানুয়ারি) কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ উৎসব উদ্বোধনে জেলা প্রশাসক সাংবাদিকদের এসব কথা বলেন৷

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, অন্যন্য বছরের ন্যায় এবারও কক্সবাজার জেলার প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে উৎসব আকারে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়৷

জেলা প্রশাসক বলেন, আমি তিনটি স্কুলে শিশুদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেছি৷ এ সময় দেখেছি শিশুরা অনেক উচ্ছ্বাস করে এবং আগ্রহ করে নতুন বছরের বই গ্রহণ করেছে৷

৬ষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ আরাফাত বলেন, নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুবই ভালো লাগছে। ঈদের মতো আনন্দ লাগছে।

একই শ্রেণির ছাত্র সোবহান বলেন, নতুন বইয়ের ছোঁয়া পেয়ে খুব ভালো লাগছে। সবাই একসঙ্গে বই পেয়েছি, সবাই আনন্দ করছে। সবাইকে একসঙ্গে বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

সপ্তম শ্রেণীর ছাত্র সাইমুন বলেন, নতুন বছরে নতুন বই, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আজকে সারাদিন এই বই নিয়েই আমার দিন কাটবে।

অভিভাবক অর্নক বড়ুয়া বলেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন বই কিনে পড়তে হত। বছরের প্রথম দিনে নতুন বইয়ের কথা চিন্তাই করা যেত না। মার্চ-এপ্রিল মাসের দিকে বই কিনতে হত। কিন্তু বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমাদের বাচ্চারা খুব খুশি হয়েছে। এতে আমরাও খুশি। 

শুধু কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় নয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার প্রতিটি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ স্কুলসমূহের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বাবু/এসআর



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত