ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ মঈন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মঈন উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজপাড়া মো. মমিন মিয়ার নির্মাণাধীন ভবনের ৪র্থ তলার ছাদের সেন্টারিংয়ের কাজ করছিলেন মঈন। এ সময় কাঠে পেরেক মারার সময় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চার তলা থেকে নিচে পড়ে যান। আশপাশে শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান বহুতল ভবনের নির্মাণ কাজের সময় যে ধরনের নিরাপত্তা বেষ্টনী থাকার কথা এই ভবনে তেমন কোন নিরাপত্তা বেষ্টনী না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এর কিছুদিন আগেও এই ভবনে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল।
এ আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সজিব দেবনাথ বলেন, তার উপরের মাড়ির দাঁত ভেতরে দেবে গেছে, থুতনির মাংস কেটে থেতলে গেছে, বা হাতের কব্জি ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবু/জেএম