সোমবার ২৮ জুলাই ২০২৫ ১৩ শ্রাবণ ১৪৩২
সোমবার ২৮ জুলাই ২০২৫
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৫:৪৫ PM

বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকের ধাক্কায় রেজাউল ব্যাপারি (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলা নামক স্থানে পিরোজপুরগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল ব্যাপারি নিহত হন। খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক ও চালক নিরোহীন মোল্লা (২৩)কে আটক করেছে পুলিশ।

নিহত রেজাউল ব্যাপারি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সোহরাফ ব্যাপারির ছেলে। আটক ট্রাক চালক নিরোহীন মোল্লা নওগা জেলার মান্দা এলাকার আবুল হোসেনের ছেলে। পিরোজপুরের পাথরঘাটা এলাকা থেকে পন্য বোঝাই করে নওগা নিয়ে যাচ্ছিল নিরোহীন।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়ের পূর্বক ট্রাক ও ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত