মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
হরিরামপুরে শীতার্ত মানুষের মাঝে রাতেই ইউএনওর কম্বল বিতরণ
আবিদ হাসান, হরিরামপুর মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১০:৪৭ PM

মানিকগঞ্জের হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম রাতে ঘুরে ঘুরে অসহায় দুস্থ, ভবঘুরে ও বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচ টা থেকে রাত্র ৯/১০ টা পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর, গোপিনাথপুর, গালা ইউনিয়নের ঝিটকায় সেতুর নিচের বেদে সম্প্রদায়, বাল্লা,  রামকৃষ্ণপুর ইউনিয়নের সড়কের পাশে ভিক্ষুক ও প্রতিবন্ধী সহ বয়ড়া ইউনিয়নে এ কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মানিকুজ্জামান রয়েছেন। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান- সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন।

শৈত্য প্রবাহেরর দিন থেকে শুরু করে আজঅব্দি এবং ভবিশ্যতে এই কার্যক্রম অব্যহত থাকবে। জেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে। কম্বল পেয়ে খুশি বেশ কয়েকজন জানান- আজ ইউএনও স্যার অসহায় ছিন্নমূল, ভবঘুরে, বেদে সম্প্রদায়ের মাঝে নিজে স্ব-শরীরে কম্বল বিতরণ করলেন, এরকম উচু তলার সবাই, চেয়াম্যান,মেম্বররা যদি এমন করতো, তাহলে গরীব মানুষ এতো কষ্ট করতো না।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত