বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান প্রতিনিধি মি. তোমোহিদি ইচিগুচি বলেছেন, জাইকা ও জাপান সরকার বাংলাদেশের পাশে সব সময় থাকবে। জাইকার সহযোগিতায় মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, কাঁচপুর ব্রীজসহ ১৩০টি বড় বড় ব্রীজ নির্মাণ করেছে।
শনিবার (৭ জানুয়ারী) বিকাল ৪টায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাবুর দোলা ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের উপ প্রকল্প কাজের পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই প্রকল্পের বাস্তবায়নের ফলে আশপাশ এলাকার চারশত ৭হেক্টর কৃষি জমি সেচ সুবিধা পাবে। এতে বছরে প্রতিটি জমিতে তিন থেকে চার ধরনের ফসল ফলানো সম্ভব হবে। একই সাথে উক্ত প্রকল্পের মাধ্যমে এলাকার মাছ চাষ করে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সাঈদ মো. শাহিদুর রহমান,নীলফামারী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শফিকুল ইসলাম ডাবলু, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমূখ।
উল্লেখ্য ৩কোটি ১২লক্ষ, ১৬হাজার ৬১৮টাকা ব্যয়ে তেত্রিশ হাজার ৭৫মিটার বোড়াগাড়ী ইউনিয়নের চেকাডারা নদীর ড্যাস মিটার খনন, সুইচগেট বøক নির্মাণ, অফিস ঘর ও মাছের অভয়আশ্রম খনন ও ২হাজার ২৬টি বৃক্ষ রোপন কাজ সম্পন্ন করছেন জেভি এস এম সফিকুল আলম গফুরুন্নেছা।
-বাবু/এ.এস