রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
চীনে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১০:৪১ AM

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, এ দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার কারণ উদ্ঘাটনে গভীর তদন্ত চলছে বলেও জানায় সিসিটিভি।

তবে এ ঘটনার পর পরই ওই এলাকায় ঘন কুয়াশা পড়েছে জানিয়ে গাড়িচালকদের জন্য ভ্রমণ উপদেশ জারি করে নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ।

চীনে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। গত মাসে মধ্য চীনে ঘন কুয়াশার কারণে শতাধিক যানবাহনের সংঘর্ষ হয়, যেখানে একজন মারা যান। এ ছাড়া গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশে যাত্রীবাহী একটি বাস উল্টে ২৭ জন মারা যান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত