টাঙ্গাইলের ভূঞাপুর অবস্থিত ‘অভিধান ক্যাডেট একাডেমি’ এ ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ জানুয়ারি) বিকেলে অভিধান ক্যাডেট একাডেমির উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক ও ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক কোরবান আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোজ বার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মো. খাইরুল বাশার, অভিধান ক্যাডেট একাডেমির নির্বাহী পরিচালক সুমন সরকার, সহকারী পরিচালক কাজী হেলাল, শাখা পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মো. কামরুল হাসান, একরাম মন্ডল, মো. সাগর, জাহানারা বেগম সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুয়েল মিয়া। অনুষ্ঠান শেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বাবু/এসআর