চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। রবিবার (৮ জানুয়ারি) রাত ২টায় সীমান্তের পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার রাত ২টায় সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কামরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ২৮হাজার ৮শত টাকা। আটককৃত ফেনসিডিলের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাবু/এসআর