শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সরাইলে আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী শুভ উদ্বোধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ৮:১৬ PM আপডেট: ২৭.০১.২০২৩ ৪:১৮ PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায়  উপজেলার সৈয়দটুলা (পশ্চিমপাড়া) উক্ত প্রতিষ্ঠানের মাঠে এ শুভ উদ্বোধনীয় সভা উনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক রহমত আলীর সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মো. জাবেদ মিয়া‘র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উক্ত প্রতিষ্ঠানের কো-অডিনেটর ক্বারি জহিরুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিতা পরিচালক আব্দুল করিম মাস্টার।

বিশেষ অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান, সাংবাদিক এডি জালাল মিয়া, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী,সেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক মো.হোসেন মিয়া। আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী আজাহার নোমান, সহকারি শিক্ষক মো. এখসানুল করিমসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারেনা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। আব্দুল করিম মাস্টার অনেক পরিশ্রমী মানুষ। উনার কঠিন পরিশ্রমে আজ  টেকনিক্যাল ইন্সটিটিউট গড়ে তুলে এলাকাকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত