বরগুনার আমতলীতে ৬৫ মন ধান সহ দুটি ঘর পুরে ছাই হয়ে গেছে।
উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে রবিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫মন ধানসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘর মালিকের।
জানা গেছে, রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় কলাগাছিয়া গ্রামের এ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লার ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পাশের মবিন মোল্লার ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬৫ মন ধানসহ ২টি ঘরের সকল মালমাল পুরে ছাই হয়ে যায়।
ঘড় মালিক এ্যাডভোকেট নজরুল ইসলাম মোল্লা জানান, অগ্নিকাণ্ডে আমার এবং আমার চাচা মবিন মোল্লার ঘর দুটি পুরে ৬৫ মন ধানসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদৎ হোসেন জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাবু/এসআর