কক্সবাজারের টেকনাফে পাহাড়ে ভুট্টার চাষ করতে গিয়ে ৪জন বাংলাদেশী কৃষক পাহাড়ি সশস্ত্র ডাকাতদলে হাতে অপহরণের শিকার হয়েছে বলে ভিকটিমের পরিবার জানিয়েছে।
অপহৃতরা হল- উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নং বড় লেচুয়াপ্রাং মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম(৪৮),একই এলাকার ছৈয়দ হোসেনের প্রকাশ গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান(৩২),রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ(১৫) ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম(৪০)।
শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১০ টার দিক হ্নীলা লেচুয়াপ্রাং পাহাড়ি এলাকায় ভুট্টা খেতে কাজ করতে গেলে তারা অপহরণ শিকার হয়।
অপহৃত ভিকটিম আব্দুস সালামের ছোট ভাই রফিকুল ইসলাম জানান,আমার বড় ভাই সহ স্থানীয় আরও ৩জন কৃষক তারা প্রতিদিনের মত পাহাড়ে কৃষি কাজ করতে যায়।পাহাড়ে ভিতরে ভুট্রা চাষ,শাকসবজি সহ বিভিন্ন ধরনের চাষাবাদ করেন।এবং পাহাড়ি হাতির ভয়ে তারা রাত জেগে পাহারা দেয়।
রাতে সংবাদ পাওয়া যায় ভুট্টা চাষে কাজ যাওয়া আমার ভাই সহ অন্য ৩জন কৃষককে অপহরণ করা হয়েছে।তবে এখনো পর্যন্ত কোন খোঁজ খবর পাওয়া যায়নি এবং কোন যোগাযোগ করে নি।
স্থানীয় সিপিজি সদস্য মো. শফিক (৪৫) জানান,আমরা বনবিভাগের সদস্যদের সাথে বন পাহারাদল হিসাবে কাজ করি।পাহারের ভিতর গেলে মনে এক ধরনের ভয় কাজ করে।কোন সময় তাদেরকে অপহরণ করে নিয়ে যায় তা কোন ঠিক নাই।কারণ এর আগেও এই এলাকা থেকে অনেকজনকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে পাহাড়ের ভিতর আটকে রেখে মুক্তিপন নিয়ে ছেড়ে দিয়ে।
এবং গত রাতেও ৪জন কৃষককে পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে নিয়ে গেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান,অপহৃত ভিকটিমের পরিবার সকালে আমাকে জানিয়েছে লেচুয়াপ্রাং পাহাড়ি এলাকায় ৪জন কৃষক ভুট্টা চাষ করতে গিয়েছিল।পরে তারা সংবাদ পেযেছে এবং আমি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি এবং পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পযর্ন্ত অপহৃত ভিকটিমের কোন কোন খোঁজ নাই।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল হালিম জানান, ৪জন কৃষক অপহরণের ঘটনা জানার পর আমি সহ থানার অন্যান্য ফোর্স ঘটনাস্থলে রয়েছি।এখনো তাদের উদ্ধারের জন্য খোজঁ খবর নেওয়া হচ্ছে। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত হচ্ছে।
বাবু/এসআর