নীলফামারীর ডোমার উপজেলা চোরাচালান মাদকদ্রব্য নিরোধ, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা মাদকদ্রব্য নিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষার জোড় সুপারিশ করেন।
বাবু/জেএম