পিরোজপুরের ভান্ডারিয়ায় ধানখেতের মধ্যে থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানান, সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় ধানখেতে স্থানীয় চাষীরা সকালবেলা ধান কাটতে গেলে খালে কচুরিপানার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা পাঞ্জাবি ও পায়জামা পড়া অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মাস খানেক আগে ওই ব্যাক্তিকে হত্যা করে মরদেহ ধানখেতে এনে ফেলা হয়েছে। তবে তদন্ত ছাড়া কোন কিছু বলা সম্ভব হচ্ছে না।
বাবু/জেএম