শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
উত্তাল ব্রাজিল : হামলার অভিযোগে আটক ১২০০
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৮:২৩ PM
ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় গতকাল রোববার (৮ জানুয়ারি) হামলা চালিয়েছে। তবে এ হামলার পর বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর বিবিসি। 

এর আগে দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তির সংখ্যা ৩০০ জন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হচ্ছে, এই ঘটনার নিউজ কভার করার সময় অন্তত ১২ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। 

এর আগে সিএনএন বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বলসোনারোর সমর্থকরা কংগ্রেস ভবন ও সুপ্রিম কোর্টের জানালা ও চেয়ার ভেঙে তছনছ করছে। তারা কংগ্রেস ভবনের ছাদেও উঠেছে।  গ্লোবো টিভি চ্যানেলের ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদেও বিচরণ করছে। অনেকে সবুজ ও হলুদ রঙের কাপড় পড়েছে। এটি বলসোনারো দলের প্রতীক।

বলসোনারোকে হারিয়ে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা ডা সিলভা এই হামলার উসকানিদাতা হিসেবে বলসোনারোকেই দায়ী করেছেন। চলতি বছরের ১ জানুয়ারি শপথ নেন লুলা। তিনি দাবি করেছেন, সর্বশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ এনে নতুন করে নির্বাচন দাবি করার জন্য বলসোনারো তার সমর্থকদের উদ্দীপ্ত করেছেন। 

এদিকে, গত ৩০ অক্টোবরের নির্বাচনে এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেনি বলসোনারো। লুলার শপথ গ্রহণের আগেই তিনি ব্রাজিল ত্যাগ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত