আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। ইজতেমায় দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের চাপে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন রাজধানীতে বিভিন্ন গন্তব্যে বের হওয়া নগরবাসী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে গাজীপুরের টঙ্গি থেকে বিমানবন্দর-উত্তরা হয়ে মহাখালী ও প্রগতি সরণিতে যানজট তীব্র হয়েছে। তবে ট্রাফিক বিভাগের সদস্যরা চেষ্টা করছেন যানবাহন চলাচল সচল রাখতে। এজন্য বিকল্প পথগুলোতে গাড়ি ঘুরিয়ে দিয়ে দুপুরের পর থেকে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন তারা। ফলে দুপুর থেকে কিছুটা চাপ কমলেও যানবাহনের এখনো ধীর গতি চলছে।
সরেজমিনে ঘুরে এবং খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা থেকে মহাখালী, রামপুরা, মিরপুর ও তেজগাঁও এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে ইজতেমার প্রভাবে। এর ফলে এই যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর মতিঝিলসহ পুরো শহরে। এমনকি কোথাও কোথাও প্রধান সড়ক থেকে অলিগলিতেও ছড়িয়ে পড়েছে যানজট।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক উত্তরা) উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, ইজতেমায় বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লি ও তাদের বহনকারী পরিবহন সড়কে চাপ তৈরি করেছে। এটি নিয়ন্ত্রণে সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যরাও কাজ করছেন। তবে এই যানজট ইজতেমা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেজন্য এই সড়কে জরুরি প্রয়োজন ছাড়া চলাচল না করার অনুরোধও জানান তিনি।
-বাবু/এ.এস