শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বিশ্ব ইজতেমা
গাজীপুরের তিন সড়কে যান চলাচল সীমিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৯:৪৫ AM
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও জুমার নামাজকে কেন্দ্র করে গাজীপুরের তিন সড়কে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক পুলিশ। এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। তবে সীমিত আকারে চলবে যাত্রীবাহী বাস।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মধ্যরাত থেকে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিধি-নিষেধ চলবে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত।

সড়ক তিনটি হলো- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গীর ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন।

তিনি জানান, ইজতেমা মাঠের আশপাশে প্রচুরসংখ্যক মুসল্লি অবস্থান নিয়েছেন। মাঠে জায়গা সংকুলান না হওয়ার তারা বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন। শুক্রবার এজন্য আরও বেশি মুসল্লি আসবেন। এসব বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, তবে ইজতেমার জন্য আসা পরিবহনের জন্য এসব বিধি-নিষেধ থাকবে না।

উল্লেখ্য, প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। পরে চারদিন বিরতি দিয়ে ২০, ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত