ময়মনসিংহের ত্রিশালে মায়ের মমতা কল্যান সংস্থার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ছলিমপুর আক্কাস আলী মডেল স্কুল মাঠে মায়ের মমতা কল্যান সংস্থার আয়োজনে শতাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক মোশারফ হোসেনের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারন সম্পাদক অনন্ত কাদের চৌধুরীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মায়ের মমতা কল্যান সংস্থার সভাপতি অধ্যাপক ফজলুল হক, সহ-সভাপতি অধ্যাপক খবিরুজ্জামান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, ময়মনসিংহ জেলা বারের আইনজীবী এড. খোরশেদ আলম, সমাজসেবক মোস্তফা কামাল প্রমুখ।
বাবু/জেএম