রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে আগুনে পুড়লো ২০ ঘর, নিঃস্ব ১৫ পরিবার!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৬:৩৭ PM
ঢাকার কেরানীগঞ্জে চলন্ত টিভি বিস্ফোরণে প্রায় ২০ টি আধাপাকা টিনের ঘর পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়েছে ১৫টি পরিবার। 

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে আটিবাজার জয়নগর কবরস্থানের পাশে একটি কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাজী শাহ আলমের মালিকানাধীন ১৬টি ঘরের আটটি টিনশেড ঘর, একটি গুদাম এবং রান্নাঘর সম্পন্ন ভস্মীভূত এবং বাকি ঘরগুলোরও ব্যাপক আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরে থাকা কোন মালামাল সরাতে পারেনি পরিবারগুলো। তাদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় ৩০ লাখ টাকা।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্র ৬ লাখ টাকা! তাছাড়া পাশের বাড়ির মোহাম্মদ আলীর মালিকানাধীন দুইটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কয়েকটি ঘরেরও ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, সন্ধ্যা ৭:০২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৭:১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম ও তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত