ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জনগণের সহায়তায় ৩ জন গরু চোরকে গ্রেপ্তার করেছেন সরাইল থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় জনগণের সহায়তায় এস আই শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নতুন হাবলি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমন মিয়াকে (২২) সরাইল উপজেলা সদর ইউনিয়নের নতুন হাবলি পাড়া গ্রামে ফারূক মিয়ার ছেলে ও একই এলাকায় আজগর আলীর ছেলে রফি আলী (৫০) এবং মো. আরিজ মিয়ার ছেলে মো. আনা মিয়া (৩৮)।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তিন চোরের বিরূদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম