বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
চট্টগ্রামের বিপক্ষে ঢাকার পুঁজি ১৫৮
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:৫৭ PM
বিপিএলে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উসমান ঘনির ব্যাটিংয়ে ভালো শুরু পায় ঢাকা। মাঝে নিয়মিত উইকেট হারালেও শেষদিকে আরিফুল হকের ব্যাটে দেড়শ রানের পার করে ঢাকা। নির্ধারিত ২০ ওভার শেষে নাসির হোসেনের দল ৬ উইকেট হারিয়ে করেছে ১৫৮ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা। দলের হয়ে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মিজানুর রহমান এবং উসমান ঘনি। তবে এই দুই ওপেনার ফিরে যাওয়ার পর চাপে পড়ে নাসির হোসেনের দল। তিনে নামা সৌম্য সরকার আজও ব্যর্থ। টানা ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন বাঁহাতি এই ব্যাটার।

মোহাম্মদ মিথুনও ফিরেছেন দ্রুত, করেছেন মোটে ৯ রান। ভালো শুরুর পরেও ইনিংসকে পরিপূর্ণতা দিতে পারেননি অধিনায়ক নাসির হোসেন। ৩০ রানে মেহেদী রানার বলে ফিরে গেছেন তিনি।

নাসির ফিরে যাওয়ার ফেরে মোহাম্মদ ইমরানও। এরপর দলের হাল ধরেন আরিফুল হক। শেষ পর্যন্ত ১৮ বলে ২৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই ব্যাটার। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান এবং মেহেদী হাসান রান নেন ২ উইকেট করে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত