রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে চোরাই ট্রান্সফরমারের মালামালসহ গ্রেফতার ২
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৯:০২ PM
শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ চুরির সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।  গতকাল সন্ধ্যায় এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল শহরের মুক্তা মার্কেট থেকে  আসামিদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ১। শিপন মিয়া(৩০) এবং ২। লাভলু মিয়া(২৭)।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি দিবাগত রাতে শ্রীমঙ্গলের বালিশিরা পুঞ্জি (জেরিন চা বাগান) থেকে অজ্ঞাত চোরচক্র একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে। এই ঘটনায় গত ১৪ জানুয়ারি শ্রীমঙ্গলে অবস্হিত  মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদর  জানান, পুলিশ ঘটনার পর থেকেই চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে। বিভিন্ন জায়গায় অভিযানের পর গতকাল বিকেলে শ্রীমঙ্গল শহরের মুক্তা মার্কেট থেকে সন্দিগ্ধ হিসেবে আসামি শিপন মিয়াকে আটক করে। শিপন মিয়াকে জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনায় জড়িত আছে বলে স্বীকার করে এবং তার সহযোগী হিসেবে লাভলু মিয়ার নাম উল্লেখ করে। পরে গতকাল সন্ধ্যায় অভিযান পরিচালনা করে  আসামি লাভলু মিয়াকেও গ্রেফতার করা হয়।

আসামিদের দেওয়া তথ্যমতে,  আসামী শিপন মিয়াকে সাথে নিয়ে  হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন সাতকাপন ইউনিয়নের মুককান্দি গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে একটি বাসা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের খালি ড্রাম এবং ৬ কেজি তামার তার উদ্ধার করা হয়।
 
আজ সকালে আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে তারা ট্রান্সফর্মার চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে বলে শ্রীমঙ্গল থানা সুত্র জানিয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত