রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পাকিস্তানে আটার জন্য ট্রাকের পেছনে ছুটছে মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৯:১৫ PM

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে খাদ্য সংকটও চরম আকার ধারণ করেছে। গমের জন্য হাহাকার অবস্থা তৈরি হয়েছে দেশটির কয়েকটি প্রদেশে। পরিস্থিতি এতটাই খারাপ যে এক বস্তা আটার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের পেছনে ছুটছে মানুষ, সুযোগ পেলেই হামলে পড়ছে।


ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১৫০ টাকা দাম বাড়ানোর পর পাকিস্তানে এখন ১৫ কেজির এক বস্তা আটা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকায়। মাত্র দুই সপ্তাহে ১৫ কেজি আটার বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা।


টুইটারে ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু-কাশ্মীর গিলগিট বালুচিস্তান অ্যান্ড লাদাখের (জেকেজিবিএল) চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ রাজা এমন একটি ঘটনার ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এটি কোনো মোটর সাইকেল র‍্যালি নয়, আটা কেনার আশায় আটা বোঝাই একটি ট্রাক তাড়া করছে পাকিস্তানিরা। জম্মু-কাশ্মীরের মানুষের চোখ খোলা জরুরি। পাকিস্তানে কি আমাদের কোনো ভবিষ্যৎ আছে?’


ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ মোটরসাইকেলে চেপে আটার বস্তা বহনকারী একটি ট্রাক তাড়া করছে। আটার আশায় এক ব্যক্তি ট্রাকের পেছন পেছন দৌড়ে শেষ পর্যন্ত এক বস্তা আটা কিনতে সক্ষম হন। এর পরেই ট্রাকে থাকা কর্মীকে বলতে শোনা যায়- আর আটা নেই, গেট বন্ধ করো; গেট বন্ধ করো।


ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, স্বল্প বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক ঋণদাতারা ঋণ দিতে অস্বীকার করার কারণে পাকিস্তানের অর্থনীতি এখন মারাত্মক সংকটে।


পাকিস্তান সরকার জনগণকে মৌলিক সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। আতঙ্কজনক হলেও সত্যি, খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানিরা এলপিজি (রান্নার গ্যাস) সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন। গ্যাস সিলিন্ডারের স্বল্পতা এবং দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বিক্রেতারা সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন।


মারাত্মক অর্থ সংকটে পড়া পাকিস্তান মরিয়া হয়ে ঋণ সাহায্য চাইছে। তবে পাকিস্তানি সরকার বৈদেশিক ঋণ মেটাতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সাহায্যের সহজ কোনো সমাধান এখনো বের করতে পারেনি।

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের মূল্যস্ফীতির হার ২৫ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। গম পাকিস্তানের সিংহভাগ মানুষের অপরিহার্য প্রধান খাদ্য। দামের কারণে গমও পাকিস্তানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।


পাকিস্তান ব্যুরোর পরিসংখ্যান অনুসারে গমের দাম ৫৭ শতাংশ বেড়েছে। আর আটার দাম বেড়েছে ৪১ শতাংশ।

বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত