ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ মোঃ রিপন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিপন মিয়া উপজেলার উত্তর ইউপি'র আমোদাবাদ (দাস পাড়া)গ্রামের মৃত জাকির মিয়া'র ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে রোববার রাত পোনে নয়টার সময় আমোদাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। ওইসময় ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গাঁজাসহ আটক রিপন মিয়া'র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/এ.এস