খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড খেদাছড়া আমবাগান এলাকায় দুলাভাই কর্তৃক সুমাইয়া আক্তার সেতু(১৪) কে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। ঘটনার পর থেকে অভিযুক্ত দুলা ভাই সাগর পলাতক রয়েছে। সে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগরের বাসিন্দা আকবর আলীর ছেলে।
জানা যায়, সুমাইয়া আক্তার সেতু স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে। মাতা রানী বেগম। ঘটনার সময় সেতুর মা পাশের বাড়িতে ছিল। সেতু ঘরে একা ছিল।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই হত্যাকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-বাবু/এ.এস