ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বপন মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামী।
কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে বন্দরে ব্ল্যাক লিস্টেড ছিলেন।যার নম্বর EF 0089462, ভারতীয় ভিসা নম্বর VL 8586602। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কো তার পাসপোর্ট জমা দিলে পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় তার পাসপোর্টি ইমিগ্রেশন ডাটাবেইজে কালো দেখায়। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানাযায়, তার বিরুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর তিতাস থানায় একটি হত্যা মামাল হয়, সেই মামলার অন্যতম আসামী স্বপন মিয়া।
ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মুরশেদুল হক জানান, এই ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা তিতাস থানায় একটি হত্যা মামলা রয়েছে। আটক স্বপনের পাসপোর্টটি ইমিগ্রেশন ডাটাবেইজে কালো তালিকাভুক্ত ছিল।তার বিষয়ে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।
-বাবু/এ.এস