বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ধনবাড়ীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:১৯ PM
ধনবাড়ীতে জমিলা বেগম (৮০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় পুকুর থেকে হাত বাঁধা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জমিলা বেগম উপজেলার বীরতারা ইউনিয়নের পাঁচনখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী এবং ছয় সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাবাদে বৃদ্ধার দুই নাতীকে থানায় নেয় পুলিশ।

নিহতের স্বজনরা বলেন, ওই বৃদ্ধার দুই ছোট নাতী নিয়ে থাকতেন। তার ছেলেরা বিভিন্ন স্থানে কর্মে জড়িত। সোমবার রাতে বৃদ্ধাকে ঘরে একা রেখে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায় তার নাতীরা। বাড়ি ফিরে বৃদ্ধাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে আত্মীয় ও প্রতিবেশিরা। সকালে বৃদ্ধার বড় ছেলে বাড়ির পাশের এক পুকুরের পানিতে তার পরনের কাপড় ভাসতে দেখে। এরই একপযার্য়ে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের ছেলে শাহজাহান বলেন, আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারে না। তার বিছনার পাশে জুতা ও লাঠি পড়ে ছিল। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত