মানিকগঞ্জের দৌলতপুরে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশনের প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্প্রসারিত হল রুমে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশনের আয়োজনে ও নিকেতন ফাউন্ডেশন ও দি নেদার ল্যান্ডস এর সহযোগিতায় ১১১ জন প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে ১১১টি কম্বল, ৫৬টি সোয়েটার ও ২৫টি টুপি বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ডিআর আর এ র প্রজেক্ট ম্যানেজার মো. নিজাম উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম প্রমুখ।
বাবু/জেএম