সোমবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর রোসস্টাট এক বিবৃতিতে জানিয়েছে, সদ্য বিদায় নেওয়া বছরে রাশিয়ায় উৎপাদিত হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ টন গম।
রোসস্টাটের তথ্য বলছে, গত ২০২১ সালে রাশিয়ায় মোট উৎপাদিত গমের পরিমাণ ছিল ১০ কোটি ৪৪ লাখ টন। শতকরা হিসেবে এক বছরে উৎপাদন বৃদ্ধির হার ২৬ দশমিক ৭ শতাংশ।
এর আগে ২০১৭ সালে ১৩ কোটি ৫৫ লাখ টন গম উৎপাদিত হয়েছিল রাশিয়ায়। এতদিন পর্যন্ত সেটিকেই ধরা হতো এক বছরে সর্বোচ্চ পরিমাণ গম উৎপাদনের রেকর্ড হিসেবে।
রাশিয়ার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ গতমাসে এক পার্লামেন্ট সেশনে বলেছিলেন, ‘গত ৫ বছরের প্রতি বছর দেশটিতে হেক্টরপ্রতি গমের উৎপাদন বেড়েছে সর্বনিম্ন ২৪ থেকে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল (এক কুইন্টাল=১০০ কেজি)। প্রতি বছরের একটু একটু করে উৎপাদন বৃদ্ধির ফলেই গত বছরের এই রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে।’
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |