সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
৫ বছরের মধ্যে সর্বোচ্চ গম উৎপাদনের রেকর্ড রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০৪ AM

২০২২ সালে গমের বাম্পার ফলন হয়েছে রাশিয়ায়। সদ্য বিদায় নেওয়া বছরটিতে যে পরিমাণ গম উৎপাদিত হয়েছে দেশটিতে, তা গত ৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।


সোমবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর রোসস্টাট এক বিবৃতিতে জানিয়েছে, সদ্য বিদায় নেওয়া বছরে রাশিয়ায় উৎপাদিত হয়েছে ১৫ কোটি ৩৮ লাখ টন গম।


রোসস্টাটের তথ্য বলছে, গত ২০২১ সালে রাশিয়ায় মোট উৎপাদিত গমের পরিমাণ ছিল ১০ কোটি ৪৪ লাখ টন। শতকরা হিসেবে এক বছরে উৎপাদন বৃদ্ধির হার ২৬ দশমিক ৭ শতাংশ।


এর আগে ২০১৭ সালে ১৩ কোটি ৫৫ লাখ টন গম উৎপাদিত হয়েছিল রাশিয়ায়। এতদিন পর্যন্ত সেটিকেই ধরা হতো এক বছরে সর্বোচ্চ পরিমাণ গম উৎপাদনের রেকর্ড হিসেবে।


রাশিয়ার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ গতমাসে এক পার্লামেন্ট সেশনে বলেছিলেন, ‘গত ৫ বছরের প্রতি বছর দেশটিতে হেক্টরপ্রতি গমের উৎপাদন বেড়েছে সর্বনিম্ন ২৪ থেকে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল (এক কুইন্টাল=১০০ কেজি)। প্রতি বছরের একটু একটু করে উৎপাদন বৃদ্ধির ফলেই গত বছরের এই রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে।’


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত