শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
আখাউড়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ১১:৪৬ PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করছেন থানা পুলিশ।

উপজেলার কয়েকটি প্রবেশ মুখে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে।  অভিযানে সহযোগিতা করছেন ট্রাফিক সার্জেন্ট ও থানা পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধরখার এলাকা ও পৌরশহেরর  নারায়ণপুর বাইপাস, টানপাড়া, বাইপাস বঙ্গবন্ধুর স্কয়ার এলাকা এবং তিতাস ব্রিজ সংলগ্ন রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকাসহ বিভিন্ন কারনে  ২২টি মামলায় ১ লক্ষ ৩৯ হাজার  টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়,সড়কে চেকপোস্ট বসিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের কাগজ পত্র যাচাই-বাচায় করছেন। যাচাই-বাচায়ে  যাদের কাগজপত্র ঠিক পাওয়া যায়নি সেগুলোকে আটক করে মামলা দেওয়া হচ্ছে।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধ কাগজবিহীন মোটরসাইকেল ও জেলা শহর থেকে আসা মাদকসেবীদের প্রতিরোধ করার জন্যই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।  প্রতিদিন শত শত মোটরসাইকেল সীমান্ত এলাকায় আসে মাদকসেবন করার জন্য। এসব মাদক সেবীদের বিরুদ্ধে মূলত এই অভিযান চলছে।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন,অবৈধ মোটরসাইকেল যে গুলোর কাগজ পত্র নেই, সেই মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।এরই মধ্যে জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে উপজেলার প্রবেশ মুখ খরমপুর বাইপাসের পাশে একটি চেকপোস্ট চৌকি বাসানোর সিদ্ধান্ত গ্রহন করেছি। আশা করছি এই অভিযানের মাধ্যমে যেমন অবৈধ মোটরসাইকেল রোধ করা যাবে, সেই সাথে বহিরাগত মাদকসেবীদেরও নিয়ন্ত্রণ করা যাবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত