বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার জন্য কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:৫৬ AM
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ে কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত। দেশটিকে পুনরুদ্ধারের জন্য যা ঠিক সেটাই করেছে। 

কলম্বো সফরে গিয়ে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  তিনি বলেন, আমরা দৃঢ় ভাবেই মনে করেছি, শ্রীলঙ্কার ঋণদাতারা কলম্বোকে বেহাল অবস্থা থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেবে। তবে ভারত অন্য কারও পদক্ষেপের জন্য বসে থাকেনি। আমরা আইএমএফকে আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি, যাতে শ্রীলঙ্কা সম্পর্কে এগিয়ে যেতে পারে। 

১৬ জানুয়ারি আইএমএফকে চিঠি দিয়ে অর্থ জোগানের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। চীন, জাপান, ভারত প্রয়োজনীয় অর্থ ঋণ দেওয়ার আশ্বাস দিলে তবেই আইএমএফেএর প্যাকেজ শ্রীলঙ্কার জন্য ছাড়া হবে।

জয়শঙ্কর বলেন, ভারত বিশ্বস্ত প্রতিবেশী, আস্থাভাজন অংশীদার।

ভারত জানিয়েছে, জ্বালানি, পর্যটন, পরিকাঠামোর মতো ক্ষেত্রে ভারত অদূর ভবিষ্যতে বড় মাপের বিনিয়োগ করতে চায়। এই মুহূর্তে জ্বালানিকেই শ্রীলঙ্কার সবচেয়ে বড় সঙ্কট হিসাবে চিহ্নিত করেছেন জয়শঙ্কর। তার কথায়, গোটা অঞ্চলে জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। একমাত্র তা হলেই শ্রীলঙ্কা এর সুবিধা নিতে পারবে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত