বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
হানিমুনের আগে স্বামীর সঙ্গে ওমরাহ করতে চান রাখি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:৫৫ AM
বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল খান দুররানি সম্প্রতি তাদের বিয়ের কথা জানিয়েছেন। বিয়ের পর স্বাভাবিকভাবেই কোথায় হানিমুনে যাবেন এই দম্পতি তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-সমর্থকদের। তবে এই দম্পতি জানিয়েছেন, তারা হানিমুনের আগে ওমরাহ পালন করতে চান। খবর সিয়াত’র।

রাখি বলেন, এটি তার ও আদিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আল্লাহর কাছে দোয়া চেয়ে একসঙ্গে তাদের যাত্রা শুরু করতে চান। ইন্সট্যান্ট বলিউডকে দেয়া এক সাক্ষাৎকারে এই ড্রামাকুইন বলেন, আমরা প্রথমে ওমরাহ করতে যাব। এটি খুবই গুরুত্বপূর্ণ, একবার সম্পর্কটি সেখানে সিল হয়ে গেলে কেউ এটি ভাঙতে পারবে না। যে সম্পর্ক আল্লাহ বাঁধেন, কেউ তা ভাঙতে পারে না।

এর আগে বুধবার (১৮ জানুয়ারি) এক ভিডিওতে দেখা যায়, আবায়া পরিহিত রাখি মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মাকে দেখতে যাচ্ছেন। ইসলামি নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। গত বছরের ২৯ মে এই বিয়ে অনুষ্ঠিত হয় বলে নিকাহনামায় ‍উল্লেখ রয়েছে। কয়েক দিন আগে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে রাখি জানান, তিনি নাম বদলে ফাতিমা দুররানি হয়েছেন। তবে তাকে রাখি নামেই ডাকতে বলেন এই অভিনেত্রী।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত