বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
আর্জেন্টিনায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:৪৮ PM
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় আর্জেন্টিনার জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনএসসি) বলেছে, আর্জেন্টিনার কার্ডোবা শহর থেকে ৫১৭ কিলোমিটার দূরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৩টা ৩৯ মিনিট ৩৭ সেকেন্ডে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার ভূগর্ভে।

আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশের মন্টে কুইমাডো থেকে ১০৪ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, আর্জেন্টিনায় আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৬০০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনায় কম্পন অনুভূত হয়েছে।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত